বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাউফলে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে তিন নারীসহ চারজন গ্রেপ্তার  

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

বাউফলে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে তিন নারীসহ চারজন গ্রেপ্তার  

পটুয়াখালীর বাউফলে পতিতাবৃত্তির অভিযোগে ৩ নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন বিউটি বেগম, মারিয়া, গোলাপী ও জুয়েল ঢালী। 

গত শুক্রবার সন্ধ্যায় বাউফল সরকারি কলেজ এলাকার রমিজ উদ্দিন সড়কের সিদ্দিকুর রহমানের বাসা থেকে তাদের আটক করে পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় কয়েক প্রভাবশালীর ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে সিদ্দিকুর রহমানের বাসা ভাড়া নিয়ে বিভিন্ন এলাকা থেকে তরুণীদের এনে পতিতাবৃত্তি করছিলেন বিউটি বেগম। এ খবর পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। 

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আটকরা অসামাজিক কাজে লিপ্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ